Pages

Tuesday, February 7, 2017

Recipe : Chilli Prawn ( চিলি প্রন)

Recipe : Chilli Prawn ( চিলি প্রন)
-----------
উপকরন:

১।    চিংড়ি২০০ গ্রাম(মাথা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রাখা)
২।    কর্ণ ফ্লাওয়ারপরিমান মতো
৩।   ডিম টি
৪।    ক্যাপসিকাম টি ( লম্বা টুকরা করা )
৫।    অয়েস্টার সসআধা চা চামচ
৬।   কাঁচা মরিচ বাটাআধা চা চামচ
৭।    রশুন কুচানোআধা চা চামচ
৮।   আদা কুচানোআধা চা চামচ
৯।    টমেটো কেচাপআধা চা চামচ
১০।   পেঁয়াজ টুকরা করা টি
১১।   সাদা ভিনেগারআধা চা চামচ
১২।   আদা রশুন বাটা চা চামচ
১৩।   গাজর কুচিছোট টি
১৪।   লবনস্বাদ মতো
১৫।   তেলপরিমান মতো
১৬।   চিনিঅল্প

Saturday, August 13, 2016

কাঁঠালের বল (Jackfruit Ball)

কাঁঠালের বল (Jackfruit Ball)

উপকরণঃ

১) কাঠালের জুস এক কাপ,
২) নারিকেলকোরা হাফ কাপ,
৩) চিনি এক কাপ,
৪) চালের গুড়া এক কাপ,
৫) ময়দা ১/৪কাপ,
৬) লবন পরমান  মত,
৭) বেকিং সোডা হাপ চা চামচ,
৮) তেল পরিমান মত,

মাছ কাঁটায় পটল ভাজা (Patol Fried as Fish Bone)

মাছ কাঁটায় পটল ভাজা (Patol Fried as Fish Bone)

উপকরণঃ-

১) বড়  সাইজের পটল হাফ কেজি,
২) আদা বাটা হাফ চা চামচ,
৩) রসুন বাটা হাফ চা চামচ ,
৪) জিরা বাটা হাফ চা চামচ,
৫) ধনিয়া গুড়া হাফ চা চামচ,
৬) শুকনা মরিচ গুড়া এক চা চামচ,
৭) ভাজা জিরা গুড়া হাফ চা চামচ।

Tuesday, August 2, 2016

চিকেন স্টিক ফ্রাই (Chicken Stick Fry)

সবার প্রিয় মজাদার 
চিকেন স্টিক ফ্রাই  (Chicken Stick Fry)

উপকরন :

( ) মুরগি মেরিনেট করার জন্য

(১)  মুরগি বুকের মাংস ৫০০ গ্রাম
(২)  লবন পরিমান মত
(৩)  গোলমরিচ গুড়া টেবিল চামচ , 
(৪)  টোমাটো সস টেবিল চামচ


( )      গোলা বা মন্ড তৈরীর জন্য :

(৫)  ময়দা কাপ ,
(৬)  কনফ্লাওয়ার / কাপ ,
(৭)  ডিম টি ,
(৮)  লবন স্বাদ মত
(৯)  পানি পরমান মত ,
                                                     know details

Wednesday, June 29, 2016

ইলিশ মাছের পাতুরি

ইলিশ মাছের পাতুরি
(ঈদের মজাদার রেসিপি)
উপকরণঃ-
১।    ইলিশ মাছ টুকরা
২     নারিকেল  দুধ  এক  কাপ
৩।   কুমড়া  পাতা  অথবা  লাউ  পাতা  ১২টি ,
৪।    আস্ত  সরিষা  টেবিল  চামচ ,
৫।    আস্ত রসুন কোয়া / টি ,
৬।   আস্ত কাচাঁমরিচ / টি ,

Friday, May 20, 2016

মাশরুম বল (Mushroom Ball)

মাশরুম বল (Mushroom Ball)

উপকরনঃ-
১।   মাশরুম  ২০০ গ্রাম
২।   কেপসিকাম টা বড় সাইজ
৩।  ময়দা / কাপ
৪।    আদা বাটা চা চামচ
৫।    টমাটো সস টেবিল চামচ
৬।  পেয়াজ মিহি কুচি টেবিল চামচ
৭।    আদা বাটা চা চামচ

Wednesday, May 11, 2016

নারকেল সন্দেশ / (Coconut Sweet)

নারকেল  সন্দেশ  / (Coconut Sweet) /( যা  দক্ষিন  বঙ্গে  নোলন  গুড়ের  নারকেলের  সন্দেশ  নামে  পরিচিত )

উপকরন :

১.    নারকেল বাটা   কাপ,
২.    ঘি টেঃ চামচ,
৩.    নোলেন গুর  ১ ১/২ কাপ,
৪.    এলাচ ৪টি,
৫.    গুঁড়া দুধ টেঃ চামচ বা কাপ